হিজলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেছেন এক গৃহবধূ। মামলার সূত্রে জানা যায়, উপজেলার মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হামিম মেম্বারের নামে এই মামলাটি হয়। গত ২২ সেপ্টেম্বর ভুক্তভোগী গৃহবধূ (৩২) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন।
মামলার বাদী জানান, ধর্ষক হামিম মেম্বার গত ১০ সেপ্টেম্বর রাত ১২টার দিকে জরুরি কথা বলার জন্য তাঁকে দরজা খুলতে বলেন। দরজা খুলতেই ঘরের ভেতরে গিয়ে তাঁকে ধর্ষণ করে। তখন গৃহবধূ ও তাঁর ১০ বছরের মেয়ে ডাক-চিৎকার করলে হামিম মেম্বার পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ হিজলা থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় থানা-পুলিশ।
ধর্ষণের অভিযোগে বিষয়ে জানতে ইউপি সদস্য হামিম মেম্বারকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।