হোম > ছাপা সংস্করণ

আমন কাটা শুরু, অনুকূল আবহাওয়ায় স্বস্তিতে চাষি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি, মাঝখানে অনাবৃষ্টি, পোকার আক্রমণ ও ঘূর্ণিঝড় সিত্রাং—সব মিলিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে আমন ধান কাটা শুরু করেছেন চাষিরা। মাঠের ফসল ঘরে তুলতে দিনরাত কাজ করছেন তাঁরা। তবে আশানুরূপ ফলন না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেছেন অনেকে।

কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন চাষে সার, বীজসহ সবকিছুর দাম বাড়ায় গত বছরের তুলনায় একরপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ বেশি হয়েছে। বাজারে এখনো নতুন ধান বিক্রি শুরু হয়নি। ধানের দাম না বাড়লে কৃষকের লোকসান হবে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়ন, মুন্সীবাজার, পতনঊষার, রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগাম আমন ধান কাটছেন কৃষকেরা। কয়েক দিনের মধ্যে ধান কাটার ধুম পড়বে। যাঁরা ধান কাটা শুরু করেছেন, তাঁদের কেউ রাস্তায় রোদে ধান শুকাচ্ছেন, কেউ মাড়াই করছেন। আবার কেউ বাড়িতে ধান সেদ্ধ করছেন। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ২৭৫ হেক্টর জমিতে। আমন চাষে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। ২০ থেকে ৩০ দিনের মধ্যে শতভাগ ধান কৃষকেরা ঘরে তুলতে পারবেন। এ উপজেলার অনেক কৃষক আমন ধান ঘরে তুলে বোরো ধান চাষ করেন। তাঁরা দ্রুত সময়ের মধ্যে আমন ধান কেটে বোরো ধান চাষ করবেন।

পারভেজ মিয়া নামে এক কৃষক বলেন, ‘আমি প্রায় চার একর জমিতে আমন ধান চাষ করেছি। আগাম আমন ধান কাটা শুরু করেছি। কয়েক দিনের মধ্যে সব জমির ধান ঘরে তুলতে পারব। এসব জমিতে আবার বোরো ধান রোপণ করব। ফসল মোটামুটি ভালো হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ‘এ উপজেলার ভূমি উর্বর থাকায় ধান ও রবিশস্য  ভালো হয়। এখন পর্যন্ত ফসলের মাঠ পুরোটাই ভালো আছে। ফলনও ভালো হয়েছে, কৃষকেরা ধান কাটা শুরু করেছেন। আশা করছি, কিছুদিনের মধ্যে বেশির ভাগ জমির ধান কাটা শেষ হবে।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ