সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার পাঁচ চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতাদের দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
গত মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগ এ তথ্য নিশ্চিত করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, কেন্দ্রের নির্দেশে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ও দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন যাঁরা বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের চিহ্নিত করে বহিষ্কার করতে সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনে যাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন এবং প্রার্থীর বিপক্ষে কাজ করবেন তাঁদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।