নিজের এলাকায় নাগরিক ভোগান্তি কমাতে আচমকা অভিযানে বের হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল পরিদর্শনে বেরিয়েছিলেন রামপুরা এলাকায়। এ সময় নির্মাণসামগ্রী রাস্তায় রেখে জনসাধারণের চলাচল ব্যাহত ও ফুটপাতের টাইলস ভাঙার অভিযোগে দুটি বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেন তিনি।
তা ছাড়া, অব্যবস্থাপনার দায়ে কয়েকটি দোকানমালিকের ট্রেড লাইসেন্স পরীক্ষা করে জরিমানার নির্দেশ দেন তিনি। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কেউ ড্রেন বন্ধ করে দোকান বসিয়েছে, কেউ সরকারি পয়সায় করা চমৎকার রাস্তা-ফুটপাত দখল করে বাড়ি নির্মাণ করছে। এগুলো অন্যায়।’
এদিকে, গতকাল ঢাকা উত্তরের কয়েকটি জায়গায় ১০টি মামলায় ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মিরপুর-১-এর বৈশাখী সুপার মার্কেটে ও খিলক্ষেত বাজারসংলগ্ন এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ডিএনসিসির বিভিন্ন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন।