হোম > ছাপা সংস্করণ

শিবগঞ্জে ভোটের মাঠে মা-ছেলের লড়াই

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মা-ছেলে। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এক পরিবারের এই দুই প্রার্থী হলেন আনারস প্রতীকে ছেলে জুলফিকার হাসান শাওন ও ঘোড়া প্রতীকের প্রার্থী মা খালেদা আক্তার। তাঁদের মধ্যে ছেলে শাওন বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তবে মা খালেদা আক্তার জানিয়েছেন, ছেলেকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন না, বরং সন্তানকে সহায়তা করার জন্যই তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হাসান শাওন বলেন, বাবাকে দেখে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল চেয়ারম্যান হওয়ার। এ জন্য অল্প বয়সেই প্রার্থী হয়েছি।

তিনি বলেন, ‘আমার মা চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচন করছেন না। তিনি সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত রয়েছেন। শুধুমাত্র ভোট কেন্দ্রে এজেন্ট বেশি রাখার জন্য আমরা এই কৌশল অবলম্বন করেছি।’

শাওনের মা খালেদা আক্তার বলেন, ‘আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি, যাচাই-বাছাইয়ে ছেলের সমস্যা হলে আমি নির্বাচনে থাকতাম। কিন্তু ছেলের কোনো সমস্যা হয়নি। কিন্তু তারপরও আমি চেয়ারম্যান প্রার্থী রয়েই গেছি। তবে প্রচার-প্রচারণা করছি না। ছেলের জন্য আমি কাজ করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ