ভেড়ামারা-দৌলতপুর সড়কের জিকে (গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প) খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ ৩ নম্বর সেতুটি সংস্কার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে বেইলি সেতুর দেবে যাওয়া পাটাতনটি সংস্কার করা হয়।
এর আগে আজকের পত্রিকার অনলাইনে সেতুর এটি পাটাতন দেবে যাওয়া নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নজরে পড়ে। পরে সংশ্লিষ্টরা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি সরু হওয়ায় ঝুঁকি ও দুর্ভোগ রয়েই গেছে। গতকাল শনিবার সকালেও সেতুটি দিয়ে পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের চাকা ব্রিজের ফাঁকে আটকে যায়। এ সময় প্রায় এক ঘণ্টা দুই পাশে যানজট ছিল।
জানা গেছে, ১৯৬২ সালে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। এটির দৈর্ঘ্য ৬৩ দশমিক ৭৮৫ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। পাঁচ বছর আগে সেতুটির এক অংশে ফাটল দেখা দেয়। পরে সেই অংশটুকু জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়। সংস্কারের এক বছর পর সেতুটির পূর্ব পাড়ে ওই অংশে আবারও অনেক জায়গাজুড়ে কংক্রিট ভেঙে পড়ে। এরপর কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ ক্ষতিগ্রস্ত সেতুটির শুধু ভাঙা অংশটুকুর ওপর স্টিলের সরু সেতু নির্মাণ করে দেয়। বেইলি সেতুটির একটি স্টিলের পাটাতন দেবে গিয়ে সম্প্রতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এ বিষয়ে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিরুল ইসলাম বলেন, আজকের পত্রিকার মাধ্যমে বিষয়টি জানতে পারি। সেদিনই সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্রিজটি মেরামত করা হয়েছে। আগামী অর্থবছরেই প্রথম তালিকায় নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি।