মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল লতিফ বলেছেন, ‘সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেট থাকবে। কোনো ঝামেলা হলে পাঁচ মিনিটে ফোর্স চলে যাবে।’
গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন ডিসি। গতকাল বেলা তিনটায় হরিরামপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছানো হবে। ভোটের ফল প্রতিটি কেন্দ্রে ঘোষণা করা হবে।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।