নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার প্রশ্ন, ‘ওবায়দুল কাদের যদি কবিরহাটে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করতে পারে, আমি কেন কোম্পানীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করতে পারব না?’
গতকাল বুধবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর শোক সভা ও মিলাদ মাহফিলে তিনি এই প্রশ্ন তোলেন।
সভায় মেয়র কাদের মির্জা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার মনোনীত পছন্দের প্রার্থীদের কে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া না হলে তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে। নির্বাচন কীভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হয়, তা আমার জানা আছে। তা ছাড়া ওবায়দুল কাদের সাহেব যদি কবিরহাট উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করতে পারেন, তাহলে আমি কেন কোম্পানীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারব না?’
এ সময় উপস্থিত ছিলেন মেয়র মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, পৌর কমিটির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল খায়ের।