জিম্বাবুয়ের নারীদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বুলাওয়েতে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে রুমানা-ফারজানারা। আগে ব্যাট করতে নেমে নাহিদা-জাহানারাদের তোপে ১২১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৪.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছেন তাঁরা।
লক্ষ্য তাড়ায় ১০ রানে শারমিন আখতারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর অবশ্য আর কোনো বিপদ হতে না দিয়ে দলের জয় নিশ্চিত করেন মুরশিদা খাতুন (৫১) ও ফারজানা হক (৫৩)।
এদিন আগে ব্যাট করতে নেমে জাহানারা, সালমা ও নাহিদার বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ৫৮ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। এরপর মডেস্টার-নায়শার ব্যাটে ১০০ ছাড়ায় জিম্বাবুয়ে। ৩০ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা।