ভ্রমণের স্মৃতি সবার জীবনে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। একবার কোনো জায়গায় ঘুরতে গেলে দ্বিতীয়বার সেখানে আর যাওয়া হবে কি না, তা বলা খুব কঠিন। সে জন্য সবাই ভ্রমণের স্মৃতি ধরে রাখতে চান। স্মৃতি ধরে রাখার মাধ্যম ক্যামেরা। একসময় ক্যামেরা ছিল মহার্ঘ্য বস্তু। সবার কাছে সেটা ছিল না। কিন্তু দিন বদলেছে। এখন সবার হাতে স্মার্টফোন। প্রতিটি ফোনেই আছে বিভিন্ন মানের ক্যামেরা। এ ছাড়া ছবি তোলার জন্য ডিএসএলআর কিংবা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা তো আছেই।
ক্যামেরা থাকলেই কি চলবে? ক্যামেরায় ছবি তোলার জন্য জানা থাকা চাই কিছু বিষয়, যাতে ভালো ছবি তোলা যায়।
জেনে রাখা ভালো