হোম > ছাপা সংস্করণ

১৯৩ কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৯২টি অস্থায়ী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সংশ্লিষ্টরা জানান, ৬ থেকে ১১ মাস বয়সী উপজেলার ৪ হাজার শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৩০ হাজার ২৯১ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর এ উপজেলার ৩৪ হাজার ২৯১ জন শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

এসব জানাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শুভ সূত্রধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, পরিসংখান কর্মকর্তা অমলেন্দু সূত্রধর, স্যানিটারি পরিদর্শক পারভীন সুলতানা, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক আবদুল কাদের প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ