হোম > ছাপা সংস্করণ

বিজয়করা স্কুলের নির্বাচন স্থগিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচন স্থগিত করেছেন আদালত। গত রোববার এই আদেশ দেন আদালত। গতকাল মঙ্গলবার স্কুল শাখার অভিভাবক সদস্য পদে নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। তথ্যটি নিশ্চিত করেন নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু মো. তৈয়ব হোসেন।

মামলার বাদী আগা আনসারুল ইসলাম চৌধুরী অভিযোগ করে বলেন, ২০০০ সালে তাঁরা পরিবারের ছয় ভাই-বোন মিলে স্কুল অ্যান্ড কলেজকে ১৭ শতক জমি দান করেন। এরপর থেকে গভর্নিং বডির কমিটিতে দাতা সদস্য হিসেবে ছিলেন মামলার বাদী। কিন্তু ২০২১ সালে তাঁর নামটি দাতা সদস্য থেকে বাদ দেওয়া হয়।

আগা আনসারুল ইসলাম চৌধুরীর নাম বাদ দেওয়ার বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেন।

এদিকে গত অক্টোবর মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠানটির স্কুল শাখার অভিভাবক সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

আগা আনসারুল ইসলাম চৌধুরী বলেন, এ পরিস্থিতিতে গত ৩১ অক্টোবর চৌদ্দগ্রাম থানার সহকারী জজ আদালতে অভিযোগ করেন তিনি।

বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন বলেন, আদালতের নির্দেশে নির্বাচনটি স্থগিত করা হয়েছে। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ