হোম > ছাপা সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাক্কানী নির্বাচিত

শাহীন রহমান, পাবনা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। মেয়র ঘোষণা হওয়ার পর থেকে কসবায় দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কসবা পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল গত রোববার পর্যন্ত। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানী ছাড়া আর কেউ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানীকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ইলেকট্রনিকস ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর দেশের ১০টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীকে। এমজি হাক্কানী মনোনয়ন পাওয়ার পর অন্য ৬ প্রার্থী তাঁকে সমর্থন দেন। আর একাধিক প্রার্থী না থাকায় গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারিভাবে এমজি হাক্কানীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করেন।

শুধু কাউন্সিলর পদে আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কসবা পৌরসভার মোট ভোটার ২৯ হাজার ৮০০ জন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ