নীলফামারীর সৈয়দপুরে পাঁচ ইউনিয়নে চেয়ারম্যানসহ সাতজন নারী সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। এর আগে সাধারণ সদস্য পদে শুধু পুরুষ প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতেন। কিন্তু এবার সেই ধারণা পাল্টে দিয়েছেন গ্রামের নারীরা।
সূত্র জানায়, এদের মধ্যে কাশিরামবেল পুকুরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন হাসিনা বেগম। একই ইউনিয়নে সাধারণ সদস্য পদে নারী প্রার্থীর সংখ্যা চারজন। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুয়ারা খাতুন (মোরগ), ৫ নম্বর ওয়ার্ডে আকতার রেনু (টিউবওয়েল), মাহমুদা (বৈদ্যুতিক পাখা) ও ৬ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা (টিউবওয়েল)। এ ছাড়া কামারপুকুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে আছমা আক্তার (মোরগ) এবং খাতামধুপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে আলেজা বেগম (মোরগ)।