হোম > ছাপা সংস্করণ

গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ২০২১ সালের মতো তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিলে, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরীতে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ সড়ক অবরোধ করে। এ সময় তারা ২০২২ সালে সরকার ঘোষিত ৭০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ করে।

শিক্ষার্থীরা ৩০ শতাংশ সিলেবাস ও গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি করেছে। তারা গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর জয়দেবপুর-রাজবাড়ি সড়ক তথা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবরোধ ও বিক্ষোভ করে। এ দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। তিনিসহ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) রেজোয়ান আহমেদ শিক্ষার্থীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নিয়ে সড়কের দুই পাশে মানববন্ধন করে।

এ কর্মসূচিতে অংশ নেয় মহানগরীর রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয়, চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) উচ্চবিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উচ্চবিদ্যালয়, মেশিন টুলস ফ্যাক্টরি উচ্চবিদ্যালয়, ছোট দেওড়া অগ্রণী উচ্চবিদ্যালয়, আনোয়ার হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ