বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি।
গত বুধবার সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় বিজিবির চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সিতারাম সিং এর হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় বিজিবি ও বিএসএফের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নায়েব সুবেদার ইয়াসিন আলী বলেন, সীমান্তে দুই বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করতে হিলি সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে দুই বাহিনীর মধ্যে মিষ্টিসহ বিভিন্ন উপহার বিনিময় করা হয়।