হোম > ছাপা সংস্করণ

অসতর্কতায় প্রাণ গেল আনসার সদস্যের

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ‘সহকর্মীর’ অসতর্কতায় গুলিতে প্রাণ গেল আনসার সদস্য মো. বেলাল উদ্দিনের (২২)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত বেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আনসার বিডিপির জেলা কমান্ডার অমলান জ্যোতি নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি ২১ দিনের প্রশিক্ষণ শেষে আনসারে যোগ দেন বেলাল। এটি তাঁর দ্বিতীয় নির্বাচনের দায়িত্ব ছিল। তবে গুলিটি আসলেই কার শটগান থেকে বেরিয়েছে বা কেন এ ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, প্রাথমিকভাবে বিষয়টি মিস ফায়ার বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রামুর ঈদগড় ইউপির ভোটে দায়িত্ব শেষ করে ফেরার পর নিজেদের শটগান থেকে গুলি আনলোড করছিল বেলালসহ কয়েকজন আনসার সদস্য। এ সময় সহকর্মী হোসেন আলীর শটগান থেকে ‘ভুলবশত’ গুলি বের হয়ে পাশে থাকা বেলালের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ