চাঁদপুরের বিপণীবাগ বাজারে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলার একমাত্র আসামি রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর আদালতে জবানবন্দি রেকর্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করায় রিমান্ড আবেদন করেনি সিআইডি।
আটকের পর সোমবার বিকেলে রাজধানী ঢাকা থেকে রাজুকে চাঁদপুর সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
আটকের পর মামলার তদন্ত মডেল থানার পরিবর্তে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করে সিআইডি।
এর আগে প্রযুক্তি ব্যবহার করে রোববার রাতে ঢাকা সিআইডির বিশেষ দল রাজুকে সিলেট শহর থেকে আটক করেন। আটকের পর খুনের রহস্যও উন্মোচন করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায়, পাওনা টাকার লেনদেনের জেরে এই হত্যাকাণ্ড।
এ ঘটনায় গত বৃহস্পতিবার তার ছোট ছেলে রাজীব ঘোষ রাজু বাদী হয়ে টিপটপ সেলুন কর্মচারী রাজুকে ১ নম্বর এবং অজ্ঞাতনামা আরও বেশকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ আজকের পত্রিকাকে জানান, সিলেট থেকে আসামি রাজুকে আটক করে সিআইডি।
এরপর তাকে চাঁদপুরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাজুকে চাঁদপুরের আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় রাজু