হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী লড়াইয়ে পত্রিকার হকার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে লড়ছেন হাবিবুর রহমান হাবিব (৩৫) নামের এক পত্রিকা হকার। ৪ নম্বর ওয়ার্ডের (বাদে অরুয়াইল-বারপাইকা) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। হাবিব উপজেলার অরুয়াইল ইউপির বাদে অরুয়াইল গ্রামের মো. শুক্কর মিয়ার ছেলে। সাতজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তালা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন তিনি।

পত্রিকা পড়া এবং বিক্রি করা তাঁর নেশা। পত্রিকা বিক্রি শুধু তাঁর জীবিকা নয়; জনগণের সেবা করার অন্যতম মাধ্যম হিসেবেও দেখেন তিনি। সাত বছর ধরে তিনি অরুয়াইলের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরেছেন; দেখেছেন সমাজের নানা বৈষম্য আর অনিয়ম। এরপর থেকে তাঁরও ইচ্ছা জাগে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে। এলাকায় তিনি ‘গরিবের বন্ধু’ উপাধিও পেয়েছেন অনেক আগে। এবার তাই জনগণের পাশে দাঁড়াতে সরাসরি নির্বাচনে লড়ছেন তিনি। তবে জনগণ তাঁকে ভোট দিয়ে জয়ী করলেও পত্রিকা বিক্রি ছাড়বেন না হাবিব।

দৈনিক আজকের পত্রিকাকে হাবিব বলেন, ‘আমি টাকাপয়সা জমাতে চাই না। মানুষের সেবা করতে চাই। উপকারী মন আমার। আমাদের হাওর এলাকায় পত্রিকা বিক্রির কোনো মানুষ নেই। এ জন্য মানুষের সেবা মনে করে পত্রিকা বিক্রি শুরু করি। ছোটবেলা থেকেই পত্রিকা পড়ি। পত্রিকাসংক্রান্ত কাজ আমার খুব ভালো লাগে। গরিব-দুঃখী মানুষের সেবা করার ইচ্ছায় নির্বাচনে দাঁড়িয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশা আল্লাহ।’

উপজেলা শহরে অবস্থিত পত্রিকার এজেন্ট ‘জাকির পত্রিকা বিতান’-এর স্বত্বাধিকারী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাবিব সদস্য পদে নির্বাচন করছেন শুনে খুশি হয়েছি। তাঁর মঙ্গল কামনা করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ