হোম > ছাপা সংস্করণ

৯ বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৮ নভেম্বর। সেখানে চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৯ জন। তাঁদের বিরুদ্ধে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগের কাছে লিখিতভাবে এ সুপারিশ করেন।

উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪৯ জন। উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী রয়েছেন একজন করে।

এর মধ্যে পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন নয়জন। নয় নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছেন। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক জেলা কমিটির কাছে সুপারিশ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ