হোম > ছাপা সংস্করণ

পলাশবাড়ীতে ১৪ শ শিক্ষার্থী শ্রেণিকক্ষ সংকটে বিপাকে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান বাসুদেবপুর চন্দ্র কিশোর (সিকে) স্কুল অ্যান্ড কলেজ। ১৯১৭ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪০০। শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ১১টি। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা। এতে দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। সম্প্রতি উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর নূর জানান, প্রতিষ্ঠানের প্রথম নির্মিত একাডেমিক ভবনটি ১৯৮৫ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে ২০১৮ সালে চারতলা একটি ভবনের বরাদ্দ দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফ্যাসিলিজিট ডিপার্টমেন্ট। ২০১৯ সালের মে মাসে কার্যাদেশ প্রাপ্তির পর নির্মাণকাজ শুরু করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৮ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ আড়াই বছর অতিবাহিত হলেও ভবনের অর্ধেক কাজও শেষ হয়নি। বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।

বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার ও মরিয়ম জানান, করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আবার খুলে দেওয়ায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানমুখী হওয়ায় আসন সংকুলান হচ্ছে না। একটি বেঞ্চে ৪-৫ জন করে শিক্ষার্থী বসে ক্লাস করতে হচ্ছে। নির্মাণাধীন ভবনটি চালু হলে এ পরিস্থিতি থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি খাজা নাজিম উদ্দিন জানান, একই সঙ্গে উপজেলায় আরও কয়েকটি প্রতিষ্ঠানে ভবনের বরাদ্দ দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফ্যাসিলিজিট ডিপার্টমেন্ট। ইতিমধ্যে অধিকাংশ ভবন হস্তান্তর করা হয়েছে, কিছু ভবন হস্তান্তরের পর্যায়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ওই প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের কাজ শেষ তরার দাবি জানান তিনি।

এ বিষয়ে কথা হলে গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদারের গাফিলতির কারণেই ভবন নির্মাণকাজ শেষ হয়নি। দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ