হোম > ছাপা সংস্করণ

সাড়ে চার বছর পর প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের অর্জুন চন্দ্র নাথ হত্যার সাড়ে চার বছর পর গ্রেপ্তার হয়েছেন ওই ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি মোহাম্মদ ইসমাইল ওরফে বাহার (৩২)। গতকাল শনিবার সকালে উপজেলার কুমিরা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। ইসমাইল উপজেলার ফৌজদারহাট এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ২০১৭ সালের ২৮ আগস্ট ইসমাইল ও তাঁর চার সহযোগী মিলে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে স্থানীয় বাসিন্দা অর্জুন চন্দ্র নাথকে অপহরণ করেন। তাঁরা অর্জুনকে সুলতানা মন্দিরের পূর্ব পাশের পাহাড়ে নিয়ে সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা লুট করেন। এর একপর্যায়ে ইসমাইলের নেতৃত্বে অর্জুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে তাঁর লাশ কুমিরা ঘাটের স্লুইসগেট সংলগ্ন শ্মশানের পেছনে থাকা খালে ভাসিয়ে দেওয়া হয়।

নুরুল আবছার বলেন, ঘটনার ছয় দিন পর স্থানীয় এলাকাবাসীর দেওয়ার সংবাদে অর্জুনের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা-পুলিশ। পরে অর্জুন নাথের স্ত্রী মনি রানী নাথ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্তের পর মামলাটি সীতাকুণ্ড থানা-পুলিশ সিআইডিতে হস্তান্তর করে। সিআইডির তদন্তে অর্জুন হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে ইসমাইল শনাক্ত হন। পরে ইসমাইল ও তাঁর সহযোগীদের আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি।

এ ঘটনার পর থেকে পালিয়ে ছিলেন ইসমাইল। তাঁকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলেন র‍্যাব-৭। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা বাজার এলাকায় অবস্থানের সংবাদ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এই র‍্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারের পর অর্জুন চন্দ্র নাথকে হত্যার কথা স্বীকার করেন ইসমাইল। তিনি জিজ্ঞাসাবাদে জানান, নগদ টাকা লুটে বাধা দেওয়ার চেষ্টা করলে অর্জুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে তাঁর মাথা ও মুখ থেঁতলে দিয়ে খালে ফেলে দেওয়া হয়। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পালিয়ে বেড়ান ইসমাইল।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গ্রেপ্তার ইসমাইল অর্জুন হত্যা মামলা ছাড়াও তাঁর স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি। নারী নির্যাতন মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ