ইউরোপের কেন্দ্রস্থলে অন্যতম সেরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হলো ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি। প্রতিবছর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ করতে নানা স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করে এ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে অন্যতম হলো ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম।
ইটিএইচ জুরিখ এক্সিলেন্স প্রোগ্রামটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই প্রোগ্রামের আওতায় আপনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাবজেক্টে মাস্টার্স করার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের মুক্তমনা চিন্তাকে সমর্থন এবং উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করে। স্কলারশিপটি গ্রহণের মাধ্যমে আপনি বিশ্বখ্যাত এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পৃথিবীর যেকোনো দেশেই সহজে ক্যারিয়ার গড়তে পারবেন।
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
সুযোগ-সুবিধা
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও বিজ্ঞানভিত্তিক প্রি-প্রপোজাল রিসার্চ পেপার ডেডলাইনের আগে আপলোড করতে হবে। সিলেকশন প্রসেসের জন্য ফেব্রুয়ারিতে ইন্টারভিউয়ে অংশ নিতে জমাকৃত সিভিতে অবশ্যই মোবাইল নম্বর দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২২
অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
অনুবাদ: সাদিয়া আফরিন হীরা