হোম > ছাপা সংস্করণ

দুর্গাপুরে ৫০ বই দিয়ে পথ পাঠাগার চালু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০টি বই দিয়ে পথ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসকাটিয়া বাজারে এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সেলিম তালুকদার।

উপস্থিত ছিলেন পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাব উদ্দিন সরকার, সরকার মেডিসেনের স্বত্বাধিকারী ফরহাদ ইকবাল সরকার, পাঠাগারকর্মী আল আমিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম তালুকদার বলেন, বই হল আলোকিত ভালো মানুষ গড়ার প্রধানতম মাধ্যম। মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ার মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এরকম একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য পথ পাঠাগারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাব উদ্দিন সরকার বলেন, পথ পাঠাগার মানুষকে আলোকিত করার যে স্বপ্ন দেখাচ্ছে, সেটি থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। তরুণেরা এভাবে কাজ করলে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ। সেই সঙ্গে উদার ও মননশীল ব্যক্তিদের প্রতি আমার আহ্বান নাজমুলের স্বপ্নকে টিকিয়ে রাখতে হলে আপনাদের এগিয়ে আসা উচিত।

পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার চর্চা, পাঠকদের মনের আত্মতৃপ্তি ও মনের সুপ্ত শিহরনকে বিকশিত করার জন্যই এ পথ পাঠাগার প্রতিষ্ঠা করেছি। গ্রামগঞ্জ, লোকালয় ও হাটবাজারের যেকোনো দোকান, স্টল, সেলুন ফার্মেসিতে আমরা পথ পাঠাগারের শাখা স্থাপন করে যাচ্ছি। যেখানে বইপড়ার সুযোগ পাচ্ছে সব শ্রেণিপেশার মানুষ। সবার সহযোগিতায় পথ পাঠাগার এগিয়ে যাবে বহুদূর এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে তরুণ সমাজ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ