উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন পদার্থ বিজ্ঞান পরীক্ষায় চট্টগ্রামে ২৩১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গতকাল বৃহস্পতিবার সারা দেশে এই পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে মোট ২০ হাজার ১০৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন পরীক্ষায় ২৩১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবার বিজ্ঞান বিভাগ থেকে মোট পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৩৩৫ জন। এর মধ্যে আজ পদার্থ বিজ্ঞান বিভাগের পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ হাজার ১০৪ জন।’ এ ছাড়া প্রথম দিনে পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি বলেও জানান তিনি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলার ৬৮টি পরীক্ষা কেন্দ্রে ১৬ হাজার ৫৭০ জন, কক্সবাজার জেলায় ১৮টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৬০৯ জন, রাঙামাটি জেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে ৬৬৬ জন, খাগড়াছড়ি জেলায় ৯টি পরীক্ষা কেন্দ্রে ৭৪৪ জন এবং বান্দরবান জেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে ৫১৫ জন পরীক্ষার্থী অংশ নেন।