ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। মৃত ব্যক্তি জামালপুরের বাসিন্দা। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করোনা ইউনিটের মুখপাত্র মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে নতুন ১২ জনসহ ৪৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ১১১টি নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দশমিক ৯০ শতাংশ।