কি-বোর্ডিস্ট হিসেবে পরিচিত মুখ রূপতনু শর্মা। দুই যুগের বেশি সময় কি-বোর্ডে সুর তোলেন। স্বপ্ন ছিল একটি গানের স্টুডিও করার। সেই স্বপ্ন পূরণ হলো গত সপ্তাহে। ইস্কাটনের দিলু রোডে ‘রূপুর গানবাড়ি’ নামের একটি স্টুডিওর যাত্রা শুরু করেন রূপতনু। স্টুডিওটি উদ্বোধন করেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তাঁর স্টুডিওতে প্রথম গান রেকর্ড করলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওঠো ওঠো রে’ গানটি গেয়েছেন তিনি। বন্যা বলেন, ‘তার স্টুডিওতে আমি প্রথম সংগীতশিল্পী। রূপুকে অনেক অভিনন্দন, জীবনের এই নতুন যাত্রায় তাঁর জন্য আশীর্বাদ রইল।’ রূপতনু শর্মা বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ, যাঁরা আমাকে নানাভাবে অনুপ্রেরণা দিয়েছেন। আমার গানবাড়ি হোক সবার আস্থা ও ভালোবাসার ঠিকানা।’ ১৯৯৩ সাল থেকে কি-বোর্ডিস্ট হিসেবে নিয়মিত কাজ করছেন রূপতনু। রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোরসহ অনেকের গানে কি-বোর্ড বাজিয়েছেন তিনি।