গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুমা শাহান-আরা আব্দুল্লাহ্ স্মৃতি ফুটবল লীগ-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে বার্থী ডিগ্রি কলেজ মাঠে খেলাটি হয়। খেলায় বড়দুলালী স্পোটিং ক্লাব ১-০ গোলে বার্থী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ নেতা মকবুল সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও নগদ টাকা প্রদান করেন অতিথিরা।