হোম > ছাপা সংস্করণ

গুদামে আগুন, পুড়ল রপ্তানির জন্য রাখা পাট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের খানপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি পাটের গুদামে আগুন লেগে পুড়ে গেছে রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ পাট। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গুদামের ৬/এ সেকশনে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, গতকাল বেলা ১১টার দিকে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মরত ৩০-৪০ জন শ্রমিক দ্রুত অন্য গেট দিয়ে বেরিয়ে যান। পরে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উপমহাব্যবস্থাপক (অ্যাডমিন অপারেশন) অবসরপ্রাপ্ত কমান্ডার রেজাউল করিম বলেন, ‘ইন্টারন্যাশনাল জুট কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আমাদের ৬ /এ সেকশনের গুদাম ভাড়া নেয়। এখানে রপ্তানির জন্য পাট মজুত করে রাখা হয়েছিল। এসব পাট ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, প্রায় চার হাজার বেল পাট মজুত ছিল। আগুনে বিপুল পরিমাণ কাঁচা পাট পুড়ে গেছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ