বাংলা সনের পরিবর্তে অর্থবছরকে কর বছর ধরা হবে। এই বিধান রেখেই ভূমি উন্নয়ন কর বিল উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। গতকাল বৃহস্পতিবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি সংসদে তোলেন।
বিদ্যমান বিধান অনুযায়ী বাংলা সন (বৈশাখ-চৈত্র) অনুযায়ী ভূমিকর আদায় করা হয়। ১৯৭৬ সালের ল্যান্ড ডেভেলপমন্টে ট্যাক্স অর্ডিন্যান্স রহিত করে নতুন করে আইনটি করা হচ্ছে। নতুন আইনটি পাস হলে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য জুলাই-জুন অর্থাৎ অর্থবছরকে কর বছর হিসাবে কর আদায় করা হবে।
এ ছাড়া কৃষি কাজের ওপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবারভিত্তিক কৃষি ভূমির মোট পরিমাণ ৮ দশমিক ২৫ একর পর্যন্ত হলে ভূমি উন্নয়ন কর দিতে হবে না। বিলে বলা হয়েছে, এই আইন তিন পার্বত্য জেলায় কার্যকর হবে না।