হোম > ছাপা সংস্করণ

পাকুন্দিয়ায় জমি চাষের খরচ আরও বাড়ল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩৫ শতক বা এক কানি জমি চাষ করতে এখন থেকে কৃষকদের গুনতে হবে ৬০০ টাকা। কয়েক দিন আগেও ছিল ৪০০ থেকে ৫০০ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে উপজেলার ট্রাক্টর মালিকেরা।

গতকাল শনিবার সকালে পৌরসদরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনের মাঠে জড়ো হয়ে তাঁরা এ সিদ্ধান্ত নেন। শতাধিক ট্রাক্টর মালিক ও চালকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ভোক্তাপর্যায়ে এত দিন প্রতি লিটার ডিজেলের খুচরা দাম ছিল ৮০ টাকা। প্রতি লিটারে ৩৪ টাকা বেড়ে যা দাঁড়িয়েছে ১১৪। হঠাৎ তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ট্রাক্টর মালিকেরা এ সিদ্ধান্ত নেন।

ট্রাক্টর মালিকেরা বলেন, দিন দিন ডিজেলের দাম বেড়েই চলেছে। আমাদের কী করার আছে। আমরা কী করব। এক লাফে ৩৪ টাকা বেড়ে ডিজেলের দাম হয়েছে ১১৪ টাকা। এক কানি জমি চাষ করতে প্রায় তিন লিটার ডিজেল লাগে। চালক খরচ বাদ দিয়ে নতুন দামে ডিজেল কিনে জমি চাষে পোষাবে না। তাই সব ট্রাক্টর মালিক একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি, প্রতি কানি জমি চাষ করতে এখন থেকে ৬০০ টাকা নেওয়া হবে।

শাহজাহান, আলমগীর হোসেন ও মোবারক হোসেন নামের তিনজন ট্রাক্টর মালিক জানান, ডিজেলে বৃদ্ধির কারণে জমি চাষেও দাম বাড়াতে বাধ্য হয়েছি। নয়তো আমাদের না খেয়ে মরতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ