সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে এ ঘটনা ঘটে। নৌকার কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক ও তাঁর কর্মী-সমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ময়নুল হকের নির্দেশে ১৫-২০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থীর তিনটি মোটরসাইকেল ও প্রচার মাইক ভাঙচুর করা হয়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী-সমর্থক আহত হন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী মো. ময়নুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো লোকজন এমন কাজ করেন নাই। স্বতন্ত্র প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’