বিদেশে পড়তে গেলে কখন প্রস্তুতি নিতে হবে? স্নাতক শেষ বর্ষ থেকেই কি প্রস্তুতি নেব? নাকি আরও আগে নেওয়া উচিত? এমন প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। এ ছাড়া কারও কারও সিজিপিএ হয়তো কম কিন্তু বিদেশে পড়তে যেতে চান, তাঁরা কী করবেন? আর বিদেশে পড়তে গেলে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সবকিছু নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন, পরামর্শ ও সতর্কতাগুলো দেখে নিই।
পরামর্শ
সতর্কতা
উচ্চশিক্ষা অভিবাসী বা বিদেশে বসবাসের মাধ্যম নয়। কোর্সওয়ার্ক এবং রিসার্চের ব্যাপারে আপনাকে সিরিয়াস হতে হবে। আপনি একটি গ্রহণযোগ্য সিজিপিএ বজায় না রাখলে, আপনার ফান্ড বন্ধ করে দেওয়া হবে। আপনি যদি গবেষণা এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহী হন, তবেই আপনার এ পথটি অন্বেষণ করা উচিত।
অ্যাডমিশন প্রসেস এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা সহজ নয়। এটি একটি দীর্ঘ যাত্রা। বিষণ্নতা, হতাশা আসতে পারে। এটা খুবই সাধারণ। কিন্তু যাত্রা শেষে আপনি যে ফলাফল পাবেন তা সুন্দর ও কাঙ্ক্ষিত। তাই ধৈর্য রাখা আবশ্যক।
অ্যাডমিশন প্রসেস এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা সহজ নয়। এটি একটি দীর্ঘ যাত্রা। বিষণ্নতা, হতাশা আসতে পারে। এটা খুবই সাধারণ। কিন্তু যাত্রা শেষে আপনি যে ফলাফল পাবেন তা সুন্দর ও কাঙ্ক্ষিত। তাই ধৈর্য রাখা আবশ্যক। প্রয়োজনে এই অপেক্ষার সময়টুকু নিজেকে ক্রিয়েটিভ কিংবা প্রোডাকটিভ কোনো কাজে ব্যস্ত রাখুন। এ অভ্যাসটি আপনাকে আরও বেশি সাহায্য করবে যখন আপনি আপনার উচ্চশিক্ষা শুরু করবেন।
লেখক: পিএইচডি ফেলো ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইড।
অনুলিখন: জাহিদুল ইসলাম