হোম > ছাপা সংস্করণ

তথ্য গোপন করে নির্বাচন সামলাচ্ছেন দুই পদ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে নির্বাচন করার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য অফিসের একটি প্রকল্পের সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে উপজেলা মৎস্য ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেন ওই ওয়ার্ডের এক বাসিন্দা। অভিযোগ স্বীকারও করেছেন মিজানুর রহমান।

এদিকে অভিযোগ আমলে নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দারুল আমান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন মিজানুর রহমান। তথ্য গোপন করে নির্বাচন অংশ নেন তিনি। নির্বাচনে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। এদিকে তিনি উপজেলা মৎস্য অফিসের একটি প্রকল্পের সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। ইউপি সদস্যের পাশাপাশি তিনি প্রকল্পের দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। এ বিষয়ে মার্চের দ্বিতীয় সপ্তাহে উপজেলা মৎস্য ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেন ওই ওয়ার্ডের এক বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে নোটিশ দেন। সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান হেলাল বলেন, ‘অভিযোগ সত্য। আমি জানতাম না, একজন ব্যক্তি সরকারের দুটি সুবিধা ভোগ করতে পরবেন না। তবে ইউএনও স্যার আমাকে সময় দিয়েছেন। বলেছেন যেকোনো একটা বেছে নিতে। বিষয়টি মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা বা তথ্য গোপনের অভিযোগ আছে কি না এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি। এ বিষয়ে অভিযোগ না থাকায় তাঁর প্রার্থিতার বৈধতা দেওয়া হয়। এখন অভিযোগ হয়েছে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। উপজেলা মৎস্য অফিসের একটি প্রকল্পে তাঁর কাজ করার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ