হোম > ছাপা সংস্করণ

ওএমএসের আটা কালোবাজারে বিক্রি, দুই ডিলারসহ গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে খোলাবাজারের (ওএমএস) আটা কালোবাজারে বিক্রি করার জন্য মজুত ও পাচারের অভিযোগে দুই ডিলার এবং তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি ওজনের ছয়টি আটার বস্তা জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওএমএসের ডিলার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতানীপাড়া গ্রামের আল আমিন (৩৫) ও গাজীপুর মহানগরের পুবাইল থানার হারবাইদ (নন্দিবাড়ী) এলাকার আরিফুল ইসলাম রানা (২৭) এবং তাঁদের সহযোগী চাঁদপুর সদর উপজেলার শেনগাঁও গ্রামের হারুনুর রশিদ (৫৫)।

গতকাল শুক্রবার সকালে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে জানা যায়, ওএমএসের আটা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য পুবাইল থানার হায়দরাবাদ এলাকার আক্কাছ মার্কেটের সামনে একজন অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ কেজির ছয়টি আটাভর্তি সাদা রঙের বস্তা জব্দ করা হয়। পরে হারুন জানান, আল আমিন ও আরিফুল ইসলাম ওএমএসের ডিলার। তাঁরা গাজীপুর মহানগরীর বড়দী এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে সেখানে ওএমএসের চাল ও আটা বিক্রি করেন। পরে তাঁদেরও গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫/২৫-ঘ ধারায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাঁদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ