হোম > ছাপা সংস্করণ

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

সিলেট সংবাদদাতা

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দানের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল সোমবার স্থানীয় রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট মামলায় প্রতিহিংসা চরিতার্থ করার হীন মানসিকতায় সাজা দিয়েছে সরকার। এখন তাঁকে মুক্তি না দিয়ে এবং উন্নত চিকিৎসা প্রদানে বাধা দিয়ে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনতিবিলম্বে দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে চিকিৎসা প্রদানের বাধা না তুলে নিলে কিংবা তাঁর কোনো শারীরিক ক্ষতি হলে এর দায়িত্ব পুরোটাই এই জনবিচ্ছিন্ন কর্তৃত্ববাদী সরকারকে নিতে হবে।

সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুবদল আহ্বায়ক নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, ডা. নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম-আহ্বায়ক শাকিল মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ