রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন লালমনিরহাটের পাংগাটারী (তিস্তা) এলাকার মুসা ইসলাম ওরফে হৃদয় (২০) এবং রংপুর নগরীর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী এলাকার রুবেল মিয়া ওরফে রবি (২৮)।
সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে নগরীর সাতমাথায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মহেন্দ্র স্ট্যান্ডের সামনে থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।