চীন বিষয়ে যথাযথ তথ্য না দেওয়ার অভিযোগে চার্লস লিবার নামের এক অধ্যাপককে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। হার্ভার্ডের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিখ্যাত ন্যানোবিজ্ঞানীর বিরুদ্ধে এ রায়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকেরা।
লিবার ২০১৩ ও ২০১৪ সালে চীনের উহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘কৌশলগত বিজ্ঞানী’ হিসেবে কাজ করেন। কাজের অংশ হিসেবে ‘থাউজেন্ড ট্যালেন্টস প্রোগ্রামের’ সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবীদের অভিযোগ, এর মধ্য দিয়ে লিবার দেশের মেধাবী তরুণদের ওই কর্মসূচিতে বাগিয়ে নিয়েছেন এবং দেশের জ্ঞান পাচার করেছেন।
কিন্তু অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে লিবারকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁর আইনজীবী মার্ক মুকাসে।