বগুড়ার সারিয়াকান্দিতে গলায় ওড়না পেঁচিয়ে একজন মসজিদের ইমামের আত্মহত্যার খবর পাওয়া গেছে। তাঁর নাম সাইদুর রহমান। তিনি সারিয়াকান্দি কর্ণিবাড়ী ইউনিয়নের পূর্ব চর শোনপচাঁ গ্রামের বাসিন্দা। গতকাল রোববার সারিয়াকান্দি থানা-পুলিশ সাইদুরের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সাইদুরের বড় মেয়ে শারমিন আক্তার (১১) জানায়, ‘শনিবার রাতের খাওয়াদাওয়া শেষে আমরা ঘুমিয়ে পরি। পরদিন সকালে আমাদের বাড়ির কাঁঠাল গাছের সঙ্গে বাবাকে ঝুলতে দেখি। কাছে গিয়ে দেখি আমারই ওড়না দিয়ে আমার বাবা গলায় ফাঁস দিয়েছেন।’
সারিয়াকান্দি থানার উপপুলিশ পরিদর্শক মাহবুব হাসান জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।