বঙ্গবন্ধু স্কলারশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুরানা আজিজ সম্প্রতি উচ্চশিক্ষা (পিএইচডি) অর্জনের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গেছেন।
তিনি ২০১০ সালের ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। পরে সহকারী অধ্যাপক এবং সম্প্রতি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
জুরানা আজিজ যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে মাল্টি লিংগুয়াল এডুকেশন এবং গ্লোবাল ভাষা শিক্ষা বিষয়ে গবেষণা করবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেন।