চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রাজীব আহম্মেদ রাজু উপস্থিত ছিলেন।
চ্যানেলটিতে প্রচারিত সংবাদকে কেন্দ্র করে গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুশফেক আলম সৈকত নামের এক ব্যক্তি নালিশি মামলা করেন।
মামলায় সাংবাদিক মাসউদুর রহমান ছাড়াও বাদীর সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল, সাবেক শাশুড়ি নাজমা সুলতানা, চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষ ও চ্যানেল টোয়েন্টিফোরের বার্তা সম্পাদককে আসামি করা হয়।