লক্ষ্মীপুরের রামগতি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ পলাশ হালদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের শিবালয় থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে শিবালয়ের শাকরাইলে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, পলাশ হালদার ও হৃদয় সাহা নামের দুই যুবকের মধ্যে বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে কাজ করার সুবাদে বন্ধুত্ব হয়। এরই মধ্যে হৃদয় লক্ষ্মীপুরের রামগতি শহরে ‘কানুন স্বর্ণ শিল্পালয়’ নামে একটি স্বর্ণালঙ্কারের দোকান চালু করেন। তিনি তাঁর বন্ধু পলাশকে এ দোকানের কর্মচারী নিয়োগ দেন।
ফিরোজ কবির বলেন, গত ২৭ অক্টোবর সুযোগ বুঝে ওই দোকান থেকে বিপুল স্বর্ণালংকার নিয়ে পালিয়ে আসেন পলাশ। এ ঘটনায় হৃদয় সাহা রামগতি থানায় মামলা করেন। বুধবার ভোরে পলাশকে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করে শিবালয় থানা-পুলিশ। বুধবার বিকেলে উদ্ধারকৃত স্বর্ণালংকারসহ গ্রেপ্তার আসামিকে রামগতি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।