হোম > ছাপা সংস্করণ

গোপীনাথপুর-চৌরাস্তা বাজার সড়ক বেহাল

সেলিম হোসাইন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপীনাথপুর থেকে হরিপুর চৌরাস্তা বাজার পর্যন্ত রাস্তা বেহাল। খানাখন্দের কারণে রাস্তা দিয়ে রোগীবাহী গাড়ি, ভ্যান, অটোরিকশা ও কাঁচামালের গাড়ি চলাচল করতে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উপজেলা প্রকৌশল অফিস বলছে, রাস্তাটি পাকাকরণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে।

জানা গেছে, গোপীনাথপুর থেকে হরিপুর চৌরাস্তা বাজার পর্যন্ত রাস্তা খুবই খারাপ। রাস্তার দুই পাশ পাকা হলেও দীর্ঘদিন ধরে মাটির এই রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীরা দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত। রোগীবাহী গাড়ি, অটোরিকশা ও সবজিবাহী গাড়ি চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় লোকজন জানান, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এনায়েতপুর ইউনিয়নের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। রাস্তাটি রাঙামাটি ও এনায়েতপুর—পাশাপাশি এই দুইটি ইউনিয়নের যোগাযোগের জন্য একমাত্র পথ।

ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী মাহবুব মুর্শেদ বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করে পাঠানো হয়েছে। রাস্তাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ