হোম > ছাপা সংস্করণ

টানা বৃষ্টিতে আমন চাষিদের ক্ষতি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে ৩ দিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন আমন ও মৌসুমি ফসল চাষিরা। উপজেলার ৬০ শতাংশ আমন ধান জমিতে পাকা, কাটা পড়ে আছে। এ ছাড়া মাড়াইয়ে জন্য খোলাতে স্তূপ করে রাখা রয়েছে কাটা ধান।

উপজেলা কৃষি বিভাগে সূত্রে জানা গেছে, প্রায় ৯১৩ হেক্টর আবাদ ভূমিতে প্রতি বছর আমন ধানের চাষ হয়ে থাকে। ইতিমধ্যে উপজেলার ৪০ শতাংশ আমন ধান মাড়াই ঘরে তুলতে পরেছেন চাষিরা। বাকি ৬০ শতাংশ আমন ধান জমিতে পাকা, কাটার ও মাড়াইয়ের অপেক্ষায় খোলাতে স্তূপ করে রাখা অবস্থা রয়েছে।

পশ্চিম তাইতং পাড়া কৃষক মংক্যসিং মারমা বলেন, ‘চলতি বছরে ২টি স্থানে আমনের চাষ আবাদ হয়েছে। ১টি জায়গা কাটার মাড়াইয়ে জন্য খোলাতে স্তূপ করছি। অন্যটি কাটা শেষে জমিতে রয়েছে। টানা বৃষ্টির কারণে সব কাজে সমস্যা হচ্ছে। এখন কি করতে হবে কিছুই বুঝতে পারছে না।’

গাইন্দ্যা ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য মংঞো মারমা বলেন, ‘এ ধরনে আবহাওয়া মোকাবিলার জন্য উপজেলা কৃষি অফিস কিছুটা দায়বদ্ধ রয়েছে। কৃষকদের অগ্রিম সংবাদ জানানোর ব্যবস্থা করলে অনেকটা ক্ষতি থেকে মুক্তি পেতে পারত।’

স্থানীয় চাষিরা মনে করেন, টানা বৃষ্টিতে শুধু আমন চাষিরা প্রায় দেড় কোটি টাকার ক্ষতি শিকার হয়েছেন। মৌসুমি ফসল চাষি পাইচিংউ মারমা বলেন, টানা বৃষ্টির বেগুন, মরিচ, শিমসহ বিভিন্ন বীজ ও চারা নষ্ট হয়ে যাচ্ছে। আবার নতুন করে লাগাতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব আলম রনি বলেন, ‘অসময়ে বৃষ্টি হলে বিভিন্ন চাষিদের একটু বেশি ক্ষতি শিকার হয়। আমাদের কৃষি বিভাগ থেকে সাধ্য মোতাবেক তাদের সার্বিক সহযোগিতা প্রদান করে আসছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ