মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন দিপন দেবনাথ। গত ২৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এ উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। গত রোববার বিদায়ী ইউএনও রুনা লায়লার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দিপন দেবনাথ ৩৩তম বিসিএস উত্তীর্ণ হয়ে ২০১৪ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সর্বশেষ মন্ত্রী পরিষদ বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।