দেশে এখন বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫ শতাংশ। এর আগে ১৯৮০ সালে এই সংখ্যা ছিল প্রায় ০.০১৬ শতাংশ। এক সময় দেশে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, আর বর্তমানে উৎপাদন ক্ষমতা ২৩ হাজার মেগাওয়াটের বেশি।
গতকাল সোমবার সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর সহায়তায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক সেমিনারে বক্তারা উপরিউক্ত কথাগুলো বলেন।
হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিৎ কর্মকার। বিশেষ অতিথি ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিঁধান চন্দ্র হালদার, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মাহাবুব হোসেন।
স্বাগত বক্তব্য দেন ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. জামিল সুলতান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শামসুল আলম।
বক্তা ছিলেন স্রেডা, বিদ্যুৎ বিভাগের সহকারী পরিচালক মো. রাশেদুল আলম, ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. জামিল সুলতান ও রুয়েট এর ইইই বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হোসেন।
উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানসহ ইইই বিভাগের শিক্ষার্থীরা।