হোম > ছাপা সংস্করণ

রাজস্ব বাড়বে ১০০ কোটি টাকা

মঞ্জুর আহমদ, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব বাড়াতে আরও ২০ হাজার ৬৩০টি হোল্ডিংকে করের আওতায় নিয়ে আসা হচ্ছে। এ ছাড়া বাড়ানো হচ্ছে হোল্ডিং করও। নতুন হোল্ডিং যুক্ত করে বাড়তি কর আদায় হলে বছরে রাজস্ব বাড়বে প্রায় ১০০ কোটি টাকা।

ইতিমধ্যে মাঠ জরিপও শেষ করেছে সিসিক। প্রায় ১২ বছর পর ২০১৯ সালে সিসিক বাসাবাড়ির জরিপ করে। এ জরিপে নতুন হোল্ডিং তালিকাভুক্ত হয় ২০ হাজার ৬৩০টি। এর আগে ২০০৬-০৭ অর্থবছরের জরিপে নগরীর হোল্ডিং ছিল ৫৪ হাজার ৮০০। এ নিয়ে হোল্ডিংয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৪৩০টি।

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান বলেন, দ্য মিউনিসিপ্যাল করপোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬ অনুযায়ী পাঁচ বছর পর পর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বাণিজ্যিক ও অবাণিজ্যিক ভবন, ব্যক্তিমালিকানাধীন বাসাবাড়ি অ্যাসেসমেন্ট/রি-অ্যাসেসমেন্ট করার নির্দেশনা রয়েছে। কিন্তু সিসিকে ২০০৬-০৭ অর্থবছরের পর আর অ্যাসেসমেন্ট করা হয়নি।

মতিউর রহমান খান বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০১১ সালের পরিপত্র অনুসারে আদর্শ কর তফসিলে মোট ২৮ শতাংশ কর আদায়ের নির্দেশনা ছিল। কিন্তু নাগরিকদের সুবিধা বিবেচনায় ২০ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়। নতুন নির্ধারিত সিসিকের কর অনুযায়ী ৭৫ হাজার ৪৩০টি হোল্ডিং থেকে ১১৩ কোটি ৫৭ লাখ ৫ হাজার ৪৪৫ টাকা কর দাবি প্রস্তুত করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী বলেন, দীর্ঘ সময় অ্যাসেসমেন্ট না হওয়া এবং রাজস্ব আয় না বাড়ায় করপোরেশনের সেবা প্রদান ও উন্নয়নকাজের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে করপোরেশনের অভ্যন্তরীণ ব্যয় ও উন্নয়ন ব্যয় বেড়েছে কয়েক গুণ বেশি।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিসিকের আয় ও সব হোল্ডিংকে করের আওতায় আনতে মাঠ জরিপ হয়েছে। এখন নতুন আরোপিত কর আদায় করতে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে সিসিক। রাজস্ব আদায়ের মাধ্যমে সিসিকের উন্নয়নকাজ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। তাই নগরীর উন্নয়ন ও সেবা কার্যক্রম আরও জোরদার করতে নাগরিকদের গৃহকর দিতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ