হোম > ছাপা সংস্করণ

দুই প্রার্থীর পাল্টাপাল্টি ভাঙচুরের অভিযোগ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের দোকানে হামলার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগও উঠেছে। গত শুক্রবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া, কাবিলনগর ও তালুককররা গ্রামে এসব ঘটনা ঘটে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান রুন্নুর অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই মোটরসাইকেলযোগে চার ব্যক্তি এসে রামদিয়া গ্রামে তাঁর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করে। এ ছাড়া লাটাহাম্বারে করেও বেশ কয়েকজন কাবিল নগরের অফিস ভাঙচুর করে।

এদিকে আনারস প্রতীকের প্রার্থী তাফসীর আহমেদ মল্লিক লালও পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, তালুককররা গ্রামে তাঁর সমর্থক শাহাবুলের মুদি দোকানে পোস্টার সাঁটানো ছিল। দোকানের সামনেই একটি আনারস প্রতীকের মডেলও ছিল। রাত ১১টার দিকে সেখানে গিয়ে আনারসের পোস্টার কেন সাঁটানো হয়েছে জানতে চান নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান। শাহাবুল আনারস সমর্থন করেন জানালে নৌকা প্রতীকের প্রার্থীর ভাতিজা তুষারের নেতৃত্বে তাঁকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় দোকান। এরপর তাঁরা তালুককররা গ্রামের রবিউল ইসলামের বাড়ির সামনে গিয়ে আনারসের সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ