ময়মনসিংহে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের মুর্শিদুর রহমান ওরফে লিমন (৩২), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মো. জহিরুল ইসলাম ওরফে কাউছার (২৮) ও একই উপজেলার মো. শহিদ (৩৫)। গত রোববার রাতে মুক্তাগাছা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।