হোম > ছাপা সংস্করণ

টর্চলাইটের আলোয় সফল অস্ত্রোপচার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীসহ পুরো দক্ষিণ অঞ্চলের মানুষ তখন ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে চিন্তিত। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ওই সময় বিদ্যুৎ নেই, এদিকে হাসপাতালের জেনারেটরও অকেজো। ঠিক সেই সময়ই টর্চলাইট আর মোবাইল ফোনের আলোয় জটিল এক অপারেশন সম্পন্ন করলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক।

গতকাল সোমবার দুপুরে সম্পন্ন ওই অপারেশনের একটি ছবি ফেসবুকে আপলোড করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই দিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুতের সমস্যা বেশি দেখা যায়। এমন সময় অপারেশন থিয়েটারে জরায়ু অপারেশন শুরু করতে গেলে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এতে সাময়িক সময়ে অন্ধকার থাকলেও অপারেশন থিয়েটারে থাকা ডা. জাকিয়া সুলতানা, ডা. তানিয়া আফরোজ, ডা. হাবিবুর রহমান, ইন্টার্ন চিকিৎসক এবং নার্সসহ ডাক্তারদের মোবাইল ফোনের লাইট ও একটি টর্চলাইট দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘ওই নারীর গর্ভনালি ফেটে গিয়ে পেটের মধ্যে ব্লিডিং হচ্ছিল এবং তিনি শকে চলি গিয়েছিলেন। এ কারণেই দ্রুত অপারেশন করা।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, জেনারেটর চেয়ে আবেদন করা হয়েছে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ